প্রিয়
বাইকপ্রেমী বন্ধুরা আজকে নিয়ে এলাম হোন্ডা এক্স-ব্লেড
বাইকিং
কমিউনিটির অন্যতম সেন্সেশান
হোন্ডা এক্স-ব্লেডএ
বিএস 6 ইঞ্জিন
ব্যাবহার এতাকে দিয়েছে অন্যরকম আকর্ষন।তবে এক্ষেত্রে কোম্পানী এর বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করেনি।এতে
নতুন করে নতুন ইঞ্জিন কিল সুইচ দিয়ে সজ্জিত করেছে।
ভালো
ব্রেক পারফর্মেন্স এর জন্য এর সামনে ব্যাবহার করা হয়েছে ২৭৬ মিমি ডিস্ক এবং পেছনে ১৩০মিমি রিয়ার ড্রাম
।যা রাইডিং এ দেবে আরো স্বাচ্ছন্দ্য এবং আরাম।
হোন্ডা এক্স-ব্লেড BS6
এর পাশাপাশি রয়েছে ১৬২.৭২ সিসি সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুল্ড, ফুয়েল-ইনজেকশন
প্রযুক্তির কাউন্টারবালেন্সড ইঞ্জিন যেখানে নতুন ইউনিকর্ন BS6 এর চেয়েও
অনেক বেশি উন্নত প্রযুক্তি ব্যাবহার হয়েছে।
এতে
রয়েছে ৫ টি গিয়ার
এতে
ব্যাবহার হয়েছে মনোশক সাস্পেনশান
এলয়
রিম এর সাথে রয়েছে টিউব্লেস টায়ার।
এর
দাম নির্ধারিত হয়েছে-১,৭২,৯০০ টাকা।

0 Comments